BUSINESS SENDER V.15 MULTIPLE PC


 Price:1999TK

BUSINESS SENDER সম্পর্কে আপনার যত জিজ্ঞাসা








প্রতিদিন কয়টি হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পাঠানো যাবে?

আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি কতদিনের পুরোনো তার উপর নির্ভর করবে আপনি প্রতিদিন কতটি মেসেজ পাঠাতে পারবেন। নতুন একাউন্ট এর ক্ষেত্রে প্রতিদিন গড়ে ৫০ টি করে মেসেজ দিয়ে শুরু করা উচিত। এই পরিমানটি প্রতিদিন ৫% থেকে ১০% হারে বাড়াতে পারেন। এভাবে চালিয়ে গেলে পরবর্তীতে একমাসের মধ্যেই ৩০০০ থেকে ৪০০০ বার্তা/মেসেজ পর্যন্ত পাঠাতে পারবেন।



একসাথে অনেক মেসেজ পাঠালে নম্বরটি কি ব্লক হওয়ার সম্ভবনা আছে?

আপনার নম্বর থেকে অনেক বেশী মেসেজ বা বার্তা পাঠালেই আপনার নম্বর টা ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আপনি যদি খুব বেশী স্প্যাম মেসেজ আপনার নম্বর থেকে রিসিভ করেন বা আপনার পাঠানো মেসেজ যদি অনেক বেশী স্প্যাম হিসেব অন্য নম্বরে যায় সেক্ষেত্রে নম্বরটি ব্লক হওয়ার সম্ভবনা থাকে।



কিভাবে ১০০০ হাজার বা তার বেশী মেসেজ একসাথে হোয়াটসঅ্যাপ-এ পাঠানো যাবে?

আপনি “বাল্ক হোয়াটসঅ্যাপ সেন্ডার” অপশনটি ব্যবহার করে খুব সহজেই ১০০০ বা তার বেশী মেসেজ পাঠাতে পারবেন। আপনার প্রয়োজনীয় ফোন নম্বরের তালিকা টি বাল্ক হোয়াটসঅ্যাপ অপশন-এ ইম্পোর্ট করে মেসেজ পাঠাতে হবে। আপনি আপনার চাহিদা অনুযায়ী নম্বর গুলোকে  কাস্টমাইজ করতে পারবেন।

ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে কি বিনামূল্যে বাল্ক হোয়াটসঅ্যাপ মেসেজ বা বার্তা পাঠানো সম্ভব?

অবশ্যই সম্ভব। আপনি ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার থেকে বাল্ক হোয়াটসঅ্যাপ অপশনটি ব্যবহার করতে পারবেন। এটি উইন্ডোজ-10 (Windows _10) এর জন্য উপযোগী। বাল্ক হোয়াটসঅ্যাপ ব্যবহারে নির্দিষ্ট কোনো ক্রেডিট (Credit) লিমিট নেই।



হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার বা টুলস (WhatsApp Marketing Tools) ব্যবহার করার ক্ষেত্রে কি কি অসুবিধা হয়?

হোয়াটসঅ্যাপ তাদের এপিআই (API) অ্যাক্সেস দেয় না, যার ফলে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার বা টুল নিয়মিত আপডেট হওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যায় পড়তে হয়। তাই হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুল ব্যবহারে একটা অসুবিধা হচ্ছে ওয়েবসাইটে লগইন করা এবং সফটওয়্যারটির নিয়মিত আপডেট ভার্সন ডাউনলোড করে আপডেট রাখা।



হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার বা টুলস গুলো কি বিনামূল্যে ব্যবহার করা যায়?

হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাল্ক বার্তা পাঠাতে কোনো টাকা  লাগে না। এর জন্য আপনাকে শুধুমাত্র একবার সফটওয়্যারটি ক্রয় করার জন্য অর্থ প্রদান করতে হবে।



BUSINESS SENDER সফটওয়্যারটির লিমিট কত?

BUSINESS SENDER সফটওয়্যারটি দিয়ে বার্তা/মেসেজ পাঠানোর ক্ষেত্রে কোনো নিদিষ্ট লিমিট নেই। আপনি যেকোনো ফরমেটে যেকোনো পরিমান মেসেজ পাঠাতে পারবেন।



BUSINESS SENDER মার্কেটিং সফটওয়্যার থেকে কিভাবে গ্রুপ মেসেজ বা ব্রডকাস্ট মেসেজ আলাদা করে পাঠাবো?

হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটির মাধ্যমে ব্রডকাস্ট মেসেজ এবং গ্রুপ মেসেজ পাঠানোর দুটি আলাদা সিস্টেম রয়েছে। যেমন ব্রডকাস্ট-এ মেসেজ পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ ব্রডকাস্টিং ব্যবহার করতে হয়। আর গ্রুপ মেসেজ এর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ অপশন টি ব্যবহার করেত হয়



BUSINESS SENDER সফটওয়্যারটি ব্যবহার করতে কেন মূল্য দিতে হবে?

হোয়াটসঅ্যাপ বা বিজনেস হোয়াটসঅ্যাপ ব্যবহারে কোনো টাকা দিতে হয় না কিন্তু BUSINESS SENDER এপ্লিকেশন টি ব্যবহার করতে কেন আপনি টাকা দিবেন? এর প্রথম কারন হলো- আমরা হোয়াটসঅ্যাপ বা বিজনেস হোয়াটসঅ্যাপ ব্যবহারের সময় যে সমস্যাগুলির সম্মুখীন হই সেই সকল সমস্যাগুলি BUSINESS SENDER সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে সমাধান করতে পারবেন। WhatsPro সফটওয়্যারটির মাধ্যমে আপনি কোনো ঝামেলা ছাড়াই আনলিমিডেট মেসেজ পাঠাতে পারবেন। আর এখানে ব্রডকাস্ট মেসেজ আর গ্রুপ মেসেজ পাঠানোর ক্ষেত্রে আলাদা সিস্টেম রয়েছে, যার মাধ্যমে আপনি ব্রডকাস্ট মেসেজ এর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করতে পারবেন। BUSINESS SENDER সফটওয়্যারটির সর্বশেষ আপডেট ভার্সন আপনার ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে ডাউনলোড করা সম্ভব। আমাদের সার্ভিস সেন্টার সর্বদা আপনার যেকোনো সমস্যার সমাধান করতে প্রস্তুত






SMS Marketing Software Information

BUSINESS SENDERএর কোনো প্ল্যান কেনার পরেও কি এসএমএস এর জন্য আলাদা টাকা দিতে হবে?
BUSINESS SENDER সফটওয়্যার দুই ভাবে কাজ করে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ আরেকটি হল এসএমএস। হোয়াটসঅ্যাপ এ মেসেজ পাঠাতে আপনি যতই মেসেজ পাঠান না কেনো আপনাকে আলাদাভাবে কোনো মূল্য দিতে হবে না। কিন্তু এসএমএস মার্কেটিং এ মেসেজ কেনার ক্ষেত্রে চার্জ প্রযোজ্য।






TIPS & TRICKS

কিভাবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং কাজ করে ?
এই সফটওয়্যারটি সেলেনিয়াম নামের টুলস দিয়ে স্বয়ংক্রিয় করে গুগলক্রোম ব্রাউজারে কাজ করে। গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট এর ডাটাবেস সংরক্ষণ করার জন্য এই সফটওয়্যারটিতে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে যার নাম VB.NET। সেলেনিয়াম টুলসে নাম্বারগুলো দিয়ে দিলে স্বংক্রিয়ভাবে মেসেজ পাঠানো যাবে। এটি কীভাবে কাজ করে তা দেখার সবচেয়ে ভালো উপায় হল ওয়েবসাইটে পাওয়া সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করা।



বাল্ক মেসেজ পাঠানো কি আইনসম্মত?
হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বাল্ক মেসেজ পাঠানো আইনসম্মত না কিন্তু কিছু নিয়ম কানুন অনুসরন করে বাল্ক মেসেজ পাঠানো সম্ভব।



কোন সফটওয়্যারটি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর ক্ষেত্রে কাজ করে?

আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর কাজ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার পাবেন। কিন্ত এগুলোর মূল সমস্যা হলো কিছু দূর কাজ করার পর আপনাকে বসে থাকতে হবে সফটওয়্যারটির আপডেট ভার্সন এর জন্য, যার ফলে আপনার চলমান কাজ ক্ষতির সম্মুখীন হতে পারে। অন্যদিকে Business Sender এমন একটি সফটওয়্যার যা নিয়মিত আপডেট হয় এবং এই সফটওয়্যারটি একবার ক্রয় করেই আজীবন ব্যবহার করতে পারবেন।



হোয়াটসঅ্যাপ বিজনেস মার্কেটিং এর জন্য কত টাকা ব্যয় হতে পারে? আর হোয়াটসঅ্যাপ বিজনেস মার্কেটিং সফটওয়্যারটি কি বিনামূল্যে ব্যবহার করা যাবে?

হোয়াটসঅ্যাপ বিজনেস সফটওয়্যারটি একেবারে বিনামূল্যে ব্যবহার করা যাবে। এটি মূলত তৈরী করা হয়েছিল কাস্টমারদের সাথে কথা বলার জন্য। ব্যবসায়ের প্রয়োজনে তাদের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন সহ তাদের অভিযোগ গুলো জানার জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস সফটওয়্যারটি খুবই কার্যকারী।





হোয়াটসঅ্যাপ মার্কেটিং কি আইনস্মমত?

হোয়াটসঅ্যাপ মার্কেটিং এ মেসেজ পাঠানো অবশ্যই আইনসম্মত তবে আপনি অপরিচিত কাউকে স্প্যাম মেসেজ পাঠাতে পারবেন না। এ ধরনের মেসেজ পাঠালে আপনার একাউন্টটি বাতিল হওয়ার সম্ভবনা  আছে।




সফটওয়্যার সাপোর্ট এবং আপডেট


যদি BUSINESS SENDERসফটওয়্যার থেকে কোনো কারণে মেসেজ পাঠাতে সমস্যা হয় তাহলে কি করনীয়?
BUSINESS SENDER সফটওয়্যার থেকে যদি কোনো কারনে মেসেজ পাঠাতে সমস্যা হয় তাহলে আমাদের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে পারেন। আর সেই সাথে আপনার ক্রোম ভার্সন টি সর্বদা আপডেট (upgrade your Chrome version) রাখার পরামর্শ দিচ্ছি।







Post a Comment

Previous Post Next Post