Google adwords


 💥 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘄𝗼𝗿𝗱𝘀 

🌀 Google adwords কি ? 

সাধারনত Google -এ আমরা কোন কিছু লিখে search দিলে হাজার হাজার website পাওয়া যায় সেটা থেকে আমরা প্রথম ২/৩ টা website-এ click করে থাকি আর এই website গুলো Google -এ প্রথমে আসে দুটি উপায়ে । (প্রথমত Google adwords, দ্বতীয়ত search engine optimisation) SEO করে প্রথমে website আনা অনেক সময় সাপেক্ষ, তাই ৮০% মানুষ Google adwords -এর মাধ্যমে মিনিটে নিজের website dollar-এর মাধ্যমে প্রথমে এনে থাকে । 

আবার আমরা বিভিন্ন website, youtube, mail এই সব জায়গায় অন্যের ads দেখে থাকি সেটি হল ads display এর কাজ যেটি Google adwords এর মধ্যেই অন্তর্ভূক্ত

🌀 Google adwords example: 

আরো ভালোভাবে বোঝানোর জন্য একটু উদাহরণস্বরূপ বলা যাক, মনে করেন আপনার একটা ambulance 🚑 service -এর website আছে । লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে ambulance service লিখে search দিচ্ছে (যেমন: best ambulance service in dhaka , freezing ambulance service, air ambulance service)। Google -এ যার website সামনে পাচ্ছে তার থেকে service নিচ্ছে কিন্তু আপনার থেকে নিচ্ছে না । যদি আপনি Google ads run করেন তাহলে সে customer তারা না পেয়ে আপনি পেতে পারেন । অনুরূপ আপনার যে কোন ধরনের ব্যবসায় হোক না কেন, আপনার competitors রা আপনার থেকে এই কারণে এগিয়ে যাচ্ছে । 

🌀 service-এর মধ্যে কি কি পাব ? 

🎯 Adword account create

🎯 targeted keyword research 

🎯 Google quality score ranking

🎯 Google ads campaign 

🎯 conversation tracking 

🎯 Google ads manager

🎯 ads goal settings 

🎯 effective campaign type settings 

🎯 network settings

🎯 location set up 

🎯 audience set up

🎯 targeting settings

🎯 budget set up

🎯 effective bidding set up

🎯 effective CPC rate settings 

🎯 over delivery overcome

🎯 ads rotation set up

🎯 extensions set up

🎯 best keyword set up

🎯 destination url set up

🎯 headline writing 

🎯 description writing 

🎯 reach increasing 

🎯 target customer approach 

🎯 result analytics

🌀 উপরের point গুলো একটু details-এ জানতে চায় ? 

🎯 𝗔𝗱𝘄𝗼𝗿𝗱𝘀 𝗮𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗰𝗿𝗲𝗮𝘁𝗲: 

আপনার add দেওয়ার জন্য যে account লাগবে, সেটি আমরা আপনার জন্য তৈরি করে দিব

🎯 𝘁𝗮𝗿𝗴𝗲𝘁𝗲𝗱 𝗸𝗲𝘆𝘄𝗼𝗿𝗱 𝗿𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵: 

আপনার ব্যবসায়ের জন্য কি কি keyword দরকার সেটা আমরা research করে দিব যাতে আপনি best result পেতে পারেন । সাধারনত targeted keyword research এর জন্য আলাদা payment দিকে হয় কিন্তু আমরা Google adwords service এ এটা অন্তর্ভুক্ত

🎯 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗾𝘂𝗮𝗹𝗶𝘁𝘆 𝘀𝗰𝗼𝗿𝗲 𝗿𝗮𝗻𝗸𝗶𝗻𝗴: সাধারণত Google ads সবাই দেয় কিন্তু সবাই quality score rank করতে পারে না।আরো সহজ ভাষায় বোঝানো যায় যে, একই keyword-এ (যেমন: best ambulance service) ২০টি company Google কে ads এর order দিল । এখন Google কার টা সামনে দেখাবে কারটা পরে দেখাবে আর কার টা দেখাবেই না বা চিপাই ফালিয়ে রাখবে সেটা Google quality score এর ওপর depend করে । আমরা সে quality score ranking এ আনতে পারবো

🎯 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘀 𝗰𝗮𝗺𝗽𝗮𝗶𝗴𝗻: 

সাধারণত Google ads-এ campaign -এর ওপর depend করে ads এর performance বৃদ্ধি করা হয় । যার campaign set করার quality যত ভালো সে তত ভালো মানের sales আনতে পারবে

🎯 𝗰𝗼𝗻𝘃𝗲𝗿𝘀𝗮𝘁𝗶𝗼𝗻 𝘁𝗿𝗮𝗰𝗸𝗶𝗻𝗴:

এটির মাধ্যমে একজন client জানতে পারবে ads চলার পর কিভাবে সে আপনার product বা service এর সাথে জড়িত হল অর্থাৎ আপনি সবকিছু trace করতে পারবেন ।

🎯 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘀 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗿:

আপনাকে দরকার পরলে আলাদাভাবে ads manager দেওয়া হবে যেটির মাধ্যমে আপনি নিজের ads নিজেই চালাতে পারবেন 

🎯 𝗮𝗱𝘀 𝗴𝗼𝗮𝗹 𝘀𝗲𝘁𝘁𝗶𝗻𝗴: সাধারণত এই section -এ আপনার ads দেওয়ার লক্ষ্যটা কি সেটি আমরা set করে দিব । 

Post a Comment

Previous Post Next Post